News71.com
 Literature
 20 Jan 21, 07:22 PM
 798           
 0
 20 Jan 21, 07:22 PM

বইমেলায় আসছে তাহসানের প্রথম বই

বইমেলায় আসছে তাহসানের প্রথম বই

সাহিত্য ডেস্কঃ বহুমুখী প্রতিভার অধিকারী তাহসান খান। সংগীত ও নাটকে তার সফল পদচারণা রয়েছে। সাফল্য পেয়েছেন নায়ক হিসেবে বড় পর্দাতেও। তবে এবার ভিন্নরকম আরেকটি পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই তারকা। লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার।

আসন্ন বই মেলায় তাহসান খানের প্রথম বই প্রকাশ পেতে যাচ্ছে। বইটির নাম রাখা হয়েছে ‘অনুভূতির অভিধান’। এটি প্রকাশ করতে যাচ্ছে অধ্যয়ন প্রকাশনী। তাহসান জানান, নিজের জীবনের উপলব্ধি নিয়েই বইটি লিখেছেন তিনি। যেখানে তার জীবনের ২০ থেকে ২৫টি গল্প থাকবে।

‘যদি একদিন’খ্যাত এই অভিনেতা বলেন, আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে। মানুষ এটা পড়ে যেন বুঝে যে অনুভূতি নিয়ে আমাদের আরও অনেক বেশি কথা বলা উচিত। আমাদের জীবনে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু অনুভূতি নিয়ে কথা বলি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন