News71.com
 Literature
 03 Dec 17, 11:51 AM
 1656           
 0
 03 Dec 17, 11:51 AM

অনন্যা সাহিত্য পুরস্কারে ভুষিত হলেন লেখক ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী।।

অনন্যা সাহিত্য পুরস্কারে ভুষিত হলেন লেখক ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ পেলেন বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে পাক্ষিক ম্যাগাজিন অনন্যার পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়। অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক-নারীনেত্রী মালেকা বেগম, লেখিকা অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠানের শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী এবং আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানের অতিথিরা শহীদজায়া বেগম মুশতারী শফীকে উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট দিয়ে সম্মানা জানানো হয়। উল্লেখ্য,এই প্রথম অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজধানীর বাইরে অনুষ্ঠিত হল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন