News71.com
 International
 26 Jan 24, 11:15 AM
 186           
 0
 26 Jan 24, 11:15 AM

ভারতের বিরুদ্ধে ২ নাগরিককে গুপ্তহত্যার অভিযোগ আনল পাকিস্তান॥

ভারতের বিরুদ্ধে ২ নাগরিককে গুপ্তহত্যার অভিযোগ আনল পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সাইরাস জানান, সেপ্টেম্বরে পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে সকালের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। আর অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোট শহরের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ। পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’ গত বছর কানাডায় একটি হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে একটি হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন