
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইরাস জানান, সেপ্টেম্বরে পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে সকালের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। আর অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোট শহরের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ। পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’ গত বছর কানাডায় একটি হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে একটি হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।