News71.com
 International
 26 Jan 24, 11:07 AM
 154           
 0
 26 Jan 24, 11:07 AM

ইউক্রেন বিরোধী ব্লগারকে বোমায় উড়িয়ে দেওয়া রুশ কন্যার ২৭ বছর জেল॥

ইউক্রেন বিরোধী ব্লগারকে বোমায় উড়িয়ে দেওয়া রুশ কন্যার ২৭ বছর জেল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন-বিরোধী এক সামরিক ব্লগারকে বিস্ফোরণে ঘটিয়ে উড়িয়ে দেওয়ার জন্য ডরিয়া ত্রেপোভা নামে এক নারীকে ২৭ বছর কারাদণ্ড দিয়েছে রুশ আদালত। রাশিয়ায় এটিই কোনো নারীকে দেওয়া সবচেয়ে বেশি বছরের কারাদণ্ড। আজ বৃহস্পতিবার রায়টি ঘোষণার সময় বিচারকেরা বলেন, কিয়েভের নির্দেশেই হয়েছে নির্লজ্জ এই হত্যাকাণ্ড। এ বিষয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বক্তব্য দেওয়ার সময় সঙ্গে থাকা ছোট্ট একটি পুতুল বিস্ফোরিত হয়েছে নিহত হন কট্টর সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি। ঘটনার আগ মুহূর্তে ওই পুতুলটি তাঁকে ত্রেপোভা উপহার হিসেবে দিয়েছিলেন।

এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গের একটি আদালত ত্রেপোভাকে সন্ত্রাসবাদ সহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করেছে এবং নজিরবিহীন ২৭ বছরের জেল দিয়েছে। নজিরবিহীন এ জন্যই যে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এটিই দেশটির কোনো নারীকে দেওয়া সবচেয়ে দীর্ঘতম কারাদণ্ড। এদিকে তাতারস্কিকে উদ্দেশ্যমূলকভাবে হত্যার কথা অস্বীকার করেছেন ২৬ বছর বয়সী ত্রেপোভা। দাবি করেছেন, ইউক্রেনের পরিচিতিদের মাধ্যমে ওই পুতুলটি তাতারস্কিকে দিয়েছিলেন তিনি এবং ভেবেছিলেন, এটি একটি গোপন আড়িপাতার যন্ত্র, বোমা নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন