News71.com
 International
 26 Jan 24, 10:54 AM
 107           
 0
 26 Jan 24, 10:54 AM

মিয়ানমারে পিছু হটেছ জান্তা বাহিনী॥বন্দরনগরী পাউকতাও দখলের দাবি আরাকান আর্মির

মিয়ানমারে পিছু হটেছ জান্তা বাহিনী॥বন্দরনগরী পাউকতাও দখলের দাবি আরাকান আর্মির

আন্তর্জাতিক ডেস্কঃ জান্তা সৈন্যদের সঙ্গে দুই মাসেরও বেশি সময়ের তীব্র সংঘর্ষের পর বন্দরনগরী পাউকতাও দখলের দাবি করেছে মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল বুধবার মধ্যরাতে আরাকান আর্মি বলেছে যে, তারা সম্পূর্ণভাবে পাউকতাওয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দরনগরী পাউকতাওয়ে প্রায় ২০ হাজার বাসিন্দার বসবাস। ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকেই শহরটিতে যুদ্ধবিরতি চলছিল। তবে ভঙ্গুর এই যুদ্ধবিরতি ভেঙে গত নভেম্বরে পাউকতাওয়ের আংশিক দখল নেয় আরাকান আর্মি।

শহরটির বাসিন্দারা এএফপিকে জানায়, পাউকতাওয়ের আংশিক দখল হারানোর পর থেকেই জান্তা বাহিনী প্রায় প্রতিদিনই শহরটিতে বোমাবর্ষণ করতে কামান এবং জাহাজ ব্যবহার করে আসছে। হেলিকপ্টার থেকেও জান্তা সেনারা গুলি ছুড়েছে বলে জানান বাসিন্দারা। নিউ গুগল আর্থের ছবিতে দেখা গেছে, পাউকতাও শহরের অনেক এলাকাই সম্পূর্ণ বিধ্বস্ত। শহরের কেন্দ্রস্থলের একটি ব্লক প্রায় সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থানার বেশ কয়েকটি ভবনও বিধ্বস্ত। পোতাশ্রয়ের কাছাকাছি বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন