News71.com
 International
 25 Jan 24, 08:39 PM
 109           
 0
 25 Jan 24, 08:39 PM

নিষেধাজ্ঞার শিকার হলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি॥

নিষেধাজ্ঞার শিকার হলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি॥


আন্তর্জাতিক ডেস্কঃ নিজ দেশে নিষেধাজ্ঞার শিকার হলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’। এই নিষেধাজ্ঞার ফলে হাসান রুহানি আগামী মার্চে অনুষ্ঠিতব্য দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনী পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টসে’ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বুধবার ইরানের নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজে নিয়োজিত কট্টরপন্থী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল এ তথ্য জানিয়েছে।

দেশটির আইনানুযায়ী সর্বোচ্চ নেতা নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা রয়েছে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টসের’। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ৮৮ সদস্যের এ পরিষদ দেশটির সর্বোচ্চ শক্তিশালী কর্তৃপক্ষের তত্ত্বাবধান করে। যদিও নীতি-নির্ধারণের ক্ষেত্রে এ পরিষদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তার ৮৪ বছর। বয়স বেশি হওয়ায় আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশটির অ্যাসেম্বলি অর এক্সপার্টস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন