
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের সাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ধারণাকে ইসরায়েলের প্রত্যাখ্যান ‘অগ্রহণযোগ্য’ এবং এতে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা বলেছেন। গুতেরেস দাবি করেছেন, ‘ইসরায়েলের দখলদারিত্বের অবসান হওয়া উচিত।’ নিরাপত্তা পরিষদে এক বক্তৃতায় গুতেরেস বলেছেন, ‘গত সপ্তাহে ইসরায়েলি সরকারের সর্বোচ্চ পর্যায়ে দ্বি-রাষ্ট্র সমাধানের স্পষ্ট ও বারবার প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য।’ ‘এই প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্টার দাবি অস্বীকার করা একটি সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করবে যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে উঠেছে।’ এই ধরনের ফলাফল ‘মেরুকরণকে আরও বাড়িয়ে তুলবে এবং সর্বত্র চরমপন্থীদের উৎসাহিত করবে।’ গুতেরেস ‘ফিলিস্তিনি জনগণের নিজস্ব সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র গড়ার অধিকার’এর সর্বজনীন স্বীকৃতির আহ্বান জানিয়েছেন।