News71.com
 International
 24 Jan 24, 09:11 PM
 112           
 0
 24 Jan 24, 09:11 PM

বিধ্বস্ত রুশ সামরিক বিমানের কেউ বেঁচে নেই॥

বিধ্বস্ত রুশ সামরিক বিমানের কেউ বেঁচে নেই॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়ার বেলগরোডে একটি ভারী সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। বিমানটিতে ৭৪ আরোহী ছিলেন। তাদের মধ্যে ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দী, ছয় ক্রুসহ আরও তিনজন। বেলগরোডের গভর্নর ভেসেস্লাভ গ্লাদকোভ এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, আজ বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইএল-৭৬ মডেলের সামরিক পরিবহন বিমান স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দী, ছয়ছন ক্রু ও আরও তিন ব্যক্তি নিহত হয়েছেন। বন্দীদের বিনিময়ের জন্য বেলগরোডে নেওয়া হচ্ছিল।  রুশ প্রতিরক্ষা আরও জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি কমিশন পাঠিয়েছে মস্কো। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন