News71.com
 International
 21 Jan 24, 11:20 PM
 136           
 0
 21 Jan 24, 11:20 PM

আফগানিস্তানে বিধ্বস্ত রাশিয়ার ফ্লাইট॥ ৬ আরোহী নিহত

আফগানিস্তানে বিধ্বস্ত রাশিয়ার ফ্লাইট॥ ৬ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ছয়জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি চার্টার্ড ফ্লাইট আফগানিস্তানের রাডার থেকে গতকাল রাতে নিখোঁজ হয় বলে আজ রোববার জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ। অন্যদিকে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে আফগান পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, চার্টার্ড অ্যাম্বুলেন্স ফ্লাইটটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর উদ্দেশে যাচ্ছিল। ফ্রান্সে তৈরি ডাসাল্ট অ্যাভিয়েশন কোম্পানির বিমান ছিল এটি।

আফগানিস্তানের প্রাদেশিক পুলিশের মুখপাত্র বলেছেন যে, উত্তর আফগানিস্তান পুলিশ বাদাখশান প্রদেশে একটি উড়োজাহাজ বিধ্বস্তের খবর পেয়েছে। আফগানিস্তানের সুদূর উত্তরে বাদাখশানের একটি দুর্গম পার্বত্য অঞ্চলে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজের ধরন, বিধ্বস্ত হওয়ার কারণ বা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।বাদাখশানের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ আমিরি রয়টার্সকে বলেন, উড়োজাহাজ বিধ্বস্তের এলাকায় একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। তবে সেটি খুবই প্রত্যন্ত অঞ্চল; প্রাদেশিক রাজধানী ফায়জাবাদ থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন