News71.com
 International
 21 Jan 24, 11:18 PM
 129           
 0
 21 Jan 24, 11:18 PM

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাইডেনের পরামর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন নেতানিয়াহু॥

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাইডেনের পরামর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন নেতানিয়াহু॥

আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শকে আবারও প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সঙ্গে আপস করবেন না জানিয়ে তিনি বলেন, ‘এটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সাংঘর্ষিক।’ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দেওয়া দ্বিরাষ্ট্রীয় সমাধানকে নেতানিয়াহু উড়িয়ে দেননি বলে গত শুক্রবার দাবি করেছিলেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি মনে করি না, তিনি (নেতানিয়াহু) দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য আমাদের সামনে ভুলভাবে আসতে পারে। বিশ্বে দ্বিরাষ্ট্রীয় সমাধানের অনেকগুলো ধরন রয়েছে। আমি মনে করি, তার মধ্যে কোনো একটিতে তিনি রাজি হবেন।’তবে বাইডেনের এই কথাকে পরদিনই উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। গতকাল শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বলেছে, ‘প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর নীতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাস পরাজিত হওয়ার পর গাজার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে, যাতে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হতে না পারে। বিষয়টি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিপন্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন