News71.com
 International
 21 Jan 24, 12:26 PM
 110           
 0
 21 Jan 24, 12:26 PM

অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেবে ভারত॥

অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেবে ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ এএনআই মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ে জান্তার শত শত সদস্য অনুপ্রবেশ করছেন ভারতের মিজোরাম রাজ্যে। তাদের এই অবাধে ভারত প্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত সরকার।ভারতীয় গণমাধ্যম মিন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে গতকাল শনিবার আসাম পুলিশ কমান্ডোদের পাসিং আউট প্যারেডে এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে ফ্রি মুভমেন্ট রেজিম বা এফএমআর অনুযায়ী মিয়ানমার এবং ভারতের সীমান্তবর্তী মানুষ বিনা ভিসায় একে অন্যের দেশে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থাও আপাতত বন্ধ করা হচ্ছে বলে জানান তিনি।


অমিত শাহ বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত উন্মুক্ত। নরেন্দ্র মোদির সরকার ভারত-মিয়ানমার সীমান্ত সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও মতো মিয়ানমারের সঙ্গে সম্পূর্ণ সীমানায় আমরা বেড়া নির্মাণ করব।’ ভারত সরকার মিয়ানমারের সঙ্গে ফ্রি মুভমেন্ট রেজিম চুক্তি বন্ধ করা নিয়েও আলোচনা করছে বলে তিনি জানান। অমিত শাহ বলেন, সরকার এখন দুই দেশের মধ্যে এই অবাধ চলাচল বন্ধ করবে। অমিত শাহের ঘোষণা এসেছে এমন সময়ে যখন মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে কোণঠাসা হয়ে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয়ের আশায় পালিয়ে আসছে শত শত জান্তা সদস্য। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সংঘর্ষের মাত্রা বেড়ে যাওয়ায় মিয়ানমার সেনাবাহিনীর প্রায় ৬০০ সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন