News71.com
 International
 21 Jan 24, 12:16 PM
 151           
 0
 21 Jan 24, 12:16 PM

ভারতীয় বিমান ব্যবহারের অনুমতি না মেলায় মালদ্বীপে বালকের মৃত্যু!

ভারতীয় বিমান ব্যবহারের অনুমতি না মেলায় মালদ্বীপে বালকের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্কঃ ১৪ বছর বয়সী একটি বালক ব্রেন টিউমার ও স্ট্রোকে আক্রান্ত হয় মালদ্বীপে। তাকে দ্রুত রাজধানী মালেতে নেয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ জন্য প্রয়োজন একটি এয়ারঅ্যাম্বুলেন্স। এই সেবা সেখানে দিয়ে থাকে একটি ডরনিয়ার বিমান। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের তৈরি এই বিমানটি মালদ্বীপকে দিয়েছে ভারত। সেখানে মানবিক কাজে ব্যবহারের জন্য দেয়া হয় এই বিমান। ওই বালককে এই বিমান ব্যবহার করার জন্য তাৎক্ষণিক অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ আছে। ফলে শনিবার মালদ্বীপের ওই বালকটি মারা যায়। তার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে। বলা হচ্ছে, তিনি অনুমতি দিলে বালকটির প্রাণ হয়তো বাঁচানো যেতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন