News71.com
 International
 20 Jan 24, 12:53 PM
 113           
 0
 20 Jan 24, 12:53 PM

চীনে স্কুলের ছাত্রাবাসে আগুন॥ ১৩ জনের মর্মান্তিক মৃত্যু

চীনে স্কুলের ছাত্রাবাসে আগুন॥ ১৩ জনের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ শনিবার খবরটি দিয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন শিশু তা জানায়নি সিনহুয়া। গতকাল শুক্রবার মধ্যরাতে হেনানের ইয়ানশানপু এলাকার ইংচাই স্কুলের ছাত্রাবাসে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবরটি স্থানীয় দমকল বিভাগকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনহুয়া জানায়, অগ্নিকাণ্ডে আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল। স্থানীয় কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং স্কুল-সংশ্লিষ্ট অন্তত একজনকে আটক করা হয়েছে। চীনে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুলে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকায় কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে এক মন্তব্যকারী লিখেছেন, ‘এটা খুবই ভয়ের ব্যাপার যে, ১৩টি পরিবারের ১৩টি শিশু এক মুহূর্তেই চলে গেল। এ ঘটনায় কঠোর শাস্তি দেওয়া না হলে তাদের আত্মা শান্তি পাবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন