News71.com
 International
 20 Jan 24, 11:43 AM
 186           
 0
 20 Jan 24, 11:43 AM

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সফল চন্দ্রাভিযানে চালাল জাপান॥

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সফল চন্দ্রাভিযানে চালাল জাপান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পর এবার চন্দ্র অভিযানে সফল হল জাপান। শুক্রবার মধ্যরাতে দেশটির চন্দ্রযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) চাঁদের শিওলি কার্টার নামের একটি এলাকায় অবতরণ করেছে। এর মধ্য দিয়ে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল এশিয়ার এই দেশটি। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে স্লিম। তবে নভোযানটির সোলার প্যানেলগুলো কাজ করছে না। এ কারণে ব্যাটারি থেকে ‘ব্যাকআপ’ শক্তি নিয়ে এগোতে হচ্ছে স্লিমকে।” চাঁদের এই অঞ্চলটি বর্তমানে সূর্যালোক পাচ্ছে।

বর্তমানে স্লিমের ব্যাটারিতে যে পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে, তাতে আর মাত্র কয়েক ঘণ্টা নভোযানটি সচল থাকবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কুনিনাকা। ‘শিওলি কার্টার ও তার আশপাশের এলাকায় যখন পূর্ণমাত্রায় সূর্যালোক পড়া শুরু হবে, তখন স্লিমও ফের সচল হবে।’ হিতোমি কুনিনাকা জানান, শিওলি কার্টারে এলাকায় ১০০ মিটারের (৩২৮ ফুট) মধ্যে স্লিমকে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ীই অবতরণ করেছে স্লিম। গত বছর ৭ সেপ্টেম্বর স্লিম এর সফল উৎক্ষেপণ করেছিল জাপান।প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া), চীন এবং ভারত চাঁদে সফলভাবে নভোযান পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন