News71.com
 International
 20 Jan 24, 11:32 AM
 136           
 0
 20 Jan 24, 11:32 AM

শর্ত সাপেক্ষ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সম্মত হতে পারেন নেতানিয়াহু॥মার্কিন প্রেসিডেন্ট

শর্ত সাপেক্ষ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সম্মত হতে পারেন নেতানিয়াহু॥মার্কিন প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে পুরোপুরি বিরোধী নন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “নেতানিয়াহু দ্বি-রাষ্ট্র সমাধানের পূর্ণবিরোধী নন। এখনও অনেক ধরনের সম্ভাবনা রয়েছে।” এ সময় তিনি ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণের ইঙ্গিত দেন। এ বিষয়ে বাইডেন বলেন, “জাতিসংঘের বেশ কিছু সদস্য দেশ রয়েছে যাদের কোনও সামরিক বাহিনী নেই।” শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনালাপের পর বলার পর সাংবাদিকদের এসব কথা বলেন বাইডেন। দীর্ঘ প্রায় এক ঘন্টা ফোনে কথা বললেন বাইডেন ও নেতানিয়াহু। এর আগের দিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, তিনি কোনওভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন দেবেন। সূত্র: দ্য গার্ডিয়ান

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন