
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন। পাশাপাশি হাজারো বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের খবরেও উদ্বিগ্ন দেশটি। দেশটি বলেছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে তারা বাংলাদেশ সরকারকে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করতে উৎসাহিত করছে। গত বৃহস্পতিবারের ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলারকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে ব্যাপারে এবং হাজারো বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? আপনি এর আগে বিবৃতি দিয়ে বলেছিলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।