News71.com
 International
 20 Jan 24, 11:30 AM
 121           
 0
 20 Jan 24, 11:30 AM

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম নিয়ে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন॥

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম নিয়ে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন॥

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন। পাশাপাশি হাজারো বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের খবরেও উদ্বিগ্ন দেশটি। দেশটি বলেছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারে তারা বাংলাদেশ সরকারকে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করতে উৎসাহিত করছে। গত বৃহস্পতিবারের ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলারকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে ব্যাপারে এবং হাজারো বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? আপনি এর আগে বিবৃতি দিয়ে বলেছিলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন