News71.com
 International
 20 Jan 24, 11:30 AM
 129           
 0
 20 Jan 24, 11:30 AM

আন্তর্জাতিক জলসীমায় দীর্ঘমেয়াদে নতুন নৌবহর পাঠাল ইরান॥

আন্তর্জাতিক জলসীমায় দীর্ঘমেয়াদে নতুন নৌবহর পাঠাল ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘমেয়াদি টহলের উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমায় একটি নতুন যুদ্ধ ও প্রশিক্ষণ নৌবহর পাঠিয়েছে ইরানের নৌবাহিনী। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস ঘাঁটি থেকে নৌবহরটিকে বিদায় জানান ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি।গভীর সমুদ্রে পাঠানো নৌবহরটিতে রয়েছে বুশেহর ও তুম্ব নামের দু’টি যুদ্ধজাহাজ। সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অনুষ্ঠানে অ্যাডমিরাল ইরানি বলেন, ‘ভারী ও বহুমুখী মিশন’ নিয়ে নৌবহরটিকে আন্তর্জাতিক জলসীমায় পাঠানো হয়েছে।তিনি বলেন, এই মিশনে অংশগ্রহণকারী ক্যাডেটরা এমন কিছু প্রশিক্ষণ লাভ করবেন যা তাদেরকে ভবিষ্যতে স্পর্শকতার দায়িত্ব পালনে অভিজ্ঞ করে তুলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন