
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘমেয়াদি টহলের উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমায় একটি নতুন যুদ্ধ ও প্রশিক্ষণ নৌবহর পাঠিয়েছে ইরানের নৌবাহিনী। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস ঘাঁটি থেকে নৌবহরটিকে বিদায় জানান ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি।গভীর সমুদ্রে পাঠানো নৌবহরটিতে রয়েছে বুশেহর ও তুম্ব নামের দু’টি যুদ্ধজাহাজ। সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অনুষ্ঠানে অ্যাডমিরাল ইরানি বলেন, ‘ভারী ও বহুমুখী মিশন’ নিয়ে নৌবহরটিকে আন্তর্জাতিক জলসীমায় পাঠানো হয়েছে।তিনি বলেন, এই মিশনে অংশগ্রহণকারী ক্যাডেটরা এমন কিছু প্রশিক্ষণ লাভ করবেন যা তাদেরকে ভবিষ্যতে স্পর্শকতার দায়িত্ব পালনে অভিজ্ঞ করে তুলবে।