News71.com
 International
 19 Jan 24, 08:03 PM
 125           
 0
 19 Jan 24, 08:03 PM

ভারতীয় সুপ্রিম কোর্টে খারিজ হল তৃণমুলনেতা অভিষেক ব্যানার্জির আবেদন॥

ভারতীয় সুপ্রিম কোর্টে খারিজ হল তৃণমুলনেতা অভিষেক ব্যানার্জির আবেদন॥

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। কিন্তু সেই আবেদন ফিরিয়ে দিল দেশের শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, নতুন করে আর্জি জানাতে হবে অভিষেককে। কলকাতা হাইকোর্টের এই দুই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক আবেদন করেন, বিচারপতিদের মন্তব্যে যেন কোনোভাবেই ইডি বা সিবিআই প্রভাবিত না হয়।

তাছাড়া, অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে আদালতের বাইরে মুখ খোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিষেক সুপ্রিম কোর্টে আবেদন করেন, বিচারাধীন বিষয় নিয়ে একজন বিচারপতি কীভাবে আদালতের বাইরে এভাবে মুখ খুলতে পারেন। তাই তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক। এই বিষয়ে সুপ্রিম কোর্ট মামলাটি ফিরিয়ে দিয়ে জানায়, নতুন করে মামলা করতে হবে অভিষেককে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন