
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন, সেখানকার মিয়ানমার সীমান্তবর্তী মোরেহ শহরে পুলিশ কমান্ডোদের ওপর হামলায় মিয়ানমারের কিছু জঙ্গি জড়িত থাকতে পারে। তিনি বলেন, এ ঘটনায় মিয়ানমারভিত্তিক জঙ্গিদের সম্পৃক্ততার আশঙ্কা রয়েছে। তবে এখনও এর স্বপক্ষে কোনো প্রমাণ নেই। খবর-এনডিটিভি। ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের পরিস্থিতি এখনও অস্থিতিশীল। পাহাড়ি দুটি উপত্যকা এলাকায় বৃস্পতিবার সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে বাবা ও ছেলেসহ চারজন নিহত হয়। বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরে মোরেহ শহরে দুই কমান্ডো নিহত হয়। ভারত ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শহর। কুলদীপ সিং বলেন, বুধবার খুব ভোরে কুকি সন্ত্রাসীরা তিনটি স্থানে কমান্ডো চৌকিতে গুলি চালাতে শুরু করে।