News71.com
 International
 19 Jan 24, 10:55 AM
 118           
 0
 19 Jan 24, 10:55 AM

ভারতের মণিপুরে পুলিশের ওপর হামলায় মিয়ানমারের জঙ্গিরা জড়িত থাকতে পারে॥

ভারতের মণিপুরে পুলিশের ওপর হামলায় মিয়ানমারের জঙ্গিরা জড়িত থাকতে পারে॥

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন, সেখানকার মিয়ানমার সীমান্তবর্তী মোরেহ শহরে পুলিশ কমান্ডোদের ওপর হামলায় মিয়ানমারের কিছু জঙ্গি জড়িত থাকতে পারে। তিনি বলেন, এ ঘটনায় মিয়ানমারভিত্তিক জঙ্গিদের সম্পৃক্ততার আশঙ্কা রয়েছে। তবে এখনও এর স্বপক্ষে কোনো প্রমাণ নেই। খবর-এনডিটিভি।  ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের পরিস্থিতি এখনও অস্থিতিশীল। পাহাড়ি দুটি উপত্যকা এলাকায় বৃস্পতিবার সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে বাবা ও ছেলেসহ চারজন নিহত হয়। বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরে মোরেহ শহরে দুই কমান্ডো নিহত হয়। ভারত ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শহর। কুলদীপ সিং বলেন, বুধবার খুব ভোরে কুকি সন্ত্রাসীরা তিনটি স্থানে কমান্ডো চৌকিতে গুলি চালাতে শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন