
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় এই অঞ্চলে উত্তেজনা শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ভারত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে। তারা জানিয়েছে, ‘এটা একান্তই দুই দেশের নিজস্ব বিষয়।’ গত সোমবার ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে সেই হামলা চালানো হয় বলে দাবি তাদের। এর এক দিন পরেই ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের দাবি, সীমান্তবর্তী সিসতান-ও-বেলুচিস্তানে সন্ত্রাসীদের গোপন আস্তানায় হামলা চালিয়েছে তারা। ইরান এই হামলার কথা নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এটা ইরান ও পাকিস্তানের ব্যাপার। আমরা বলতে চাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। আত্মরক্ষার জন্য কোনো দেশ পদক্ষেপ নিলে আমরা সেটা বোঝার চেষ্টা করি।’