News71.com
 International
 18 Jan 24, 01:37 PM
 136           
 0
 18 Jan 24, 01:37 PM

হুতিদের স্থাপনায় চতুর্থ দফা হামলা চালালো যুক্তরাষ্ট্র॥

হুতিদের স্থাপনায় চতুর্থ দফা হামলা চালালো যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের ওপর চতুর্থ দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে পেন্টাগনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত হতে পারে হুতিদের এমন ১৪টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ড সেন্টকম বলেছে, তাদের নৌবাহিনীর জাহাজ থেকে ছোঁড়া টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা হুতিদের এসব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। যুক্তরাষ্ট্র হুতিদের আবারও ‌‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করার পর এই হামলা চালানো হলো। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে চলমান হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে সম্প্রতি একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হচ্ছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ রুটে জাহাজ চলাচলে হুমকি তৈরি হয়। এর জবাবে এবার হুতিদের ওপর একযোগে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গোষ্ঠীটির সামরিক স্থাপনা লক্ষ্য করে জাহাজ ও বিমান থেকে হামলা চালানো হয়। প্রয়োজনে আরও হামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন