News71.com
 International
 17 Jan 24, 09:54 AM
 145           
 0
 17 Jan 24, 09:54 AM

ড্রোন হামলার জবাবে ইরানকে হুঁশিয়ারি দিল পাকিস্তান॥

ড্রোন হামলার জবাবে ইরানকে হুঁশিয়ারি দিল পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্ক: বেলুচিস্তান প্রদেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ইরানকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিল পাকিস্তান।বুধবার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলেছে, “পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি এই লঙ্ঘন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এর পরিণতি মারাত্মক হতে পারে। ”মঙ্গলবার রাতের ওই হামলার ঘটনায় দুই শিশু নিহত ও আরও তিন মেয়ে আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হুঁশিয়ারি ছাড়াও ইসলামাবাদে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককেও তলব করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।এক বিবৃতি পাকিস্তান বলেছে, “ইরানের ‘অবৈধ’ হামলায় দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। একইসঙ্গে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে। ” হামলাটি কোথায় হয়েছে তা বলা হয়নি পাকিস্তানের বিবৃতিতে। তবে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রায় ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) জনবহুল সীমান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন