News71.com
 International
 17 Jan 24, 09:52 AM
 140           
 0
 17 Jan 24, 09:52 AM

সড়কে ৭ মিটার তুষারের আস্তরণ॥ চীনে আটকা হাজারও পর্যটক

সড়কে ৭ মিটার তুষারের আস্তরণ॥ চীনে আটকা হাজারও পর্যটক

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে ভয়াবহ তুষারধসের কারণে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় ওই অঞ্চলের একটি পর্যটন গ্রামের সঙ্গে দেশের অন্য স্থানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা  রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়, তুষারধস হওয়া গ্রামটির নাম হেমু, যা কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার সীমান্তের খুব কাছে। সীমান্তবর্তী গ্রামটি নৈসর্গিক হওয়ায় সারা বছরই সেখানে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন।বেশ কয়েক দিন ধরে জিনজিয়াংয়ের আলতাই প্রিফেকচারের হেমু গ্রামে ভারী তুষারপাত হচ্ছে। অনেক সড়কে পড়েছে সাত মিটার তুষারের আস্তরণ। অবশ্য গত সপ্তাহে সড়ক থেকে তুষার সরিয়ে নেওয়ার কাজ হলেও বিভিন্ন কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এর মধ্যে বেশ কয়েকজন পর্যটককে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন