News71.com
 International
 12 Jan 24, 11:55 AM
 160           
 0
 12 Jan 24, 11:55 AM

হুতি বিদ্রোহী দমনে ইয়েমেনে ইঙ্গ-মার্কিন জোটের হামলা॥

হুতি বিদ্রোহী দমনে ইয়েমেনে ইঙ্গ-মার্কিন জোটের হামলা॥

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের দমনে দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন জোট খ্যাত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হুতিদের হামলা থেকে বাঁচিয়ে নিরাপদে চলাচলের সুযোগ দিতেই হুতিদের প্রতি খড়গহস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে হুতি বিদ্রোহীরা জানিয়েছিল—ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী যেকোনো জাহাজে হামলা চালাবে তারা। গত নভেম্বরে এই ঘোষণা দেয় গোষ্ঠীটি। তারপর থেকে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটিয়েছে গোষ্ঠীটি। সেই অনুযায়ি তারা বিভিন্ন দেশের জাহাজে মাঝে মধ্যেই হামলা করে আসছে। ফলে পন্য পরিবহনের জনপ্রিয় নৌরুট লোহিত সাগর হয়ে চলাচল করা দেশি বিদেশী জাহাজ গুলো এই রুট এডিয়ে চলতে শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন