News71.com
 International
 11 Jan 24, 10:07 AM
 170           
 0
 11 Jan 24, 10:07 AM

রাশিয়ার জন্য নতুন ধরনের বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান॥

রাশিয়ার জন্য নতুন ধরনের বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান॥

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে যুদ্ধে ব্যবহার করতে রাশিয়ার জন্য বিশেষ ধরনের এক নতুন ড্রোন তৈরি করেছে ইরান। ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘শাহেদ–১০৭’। গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শাহেদ–১০৭’বিশেষভাবে তৈরি এক ধরনের ড্রোন।এর রেঞ্জ ৯৩২ মাইল। এই ড্রোন দিয়ে ইউক্রেনের ব্যয়বহুল পশ্চিমা যুদ্ধসরঞ্জাম শনাক্ত ও ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন সমরবিদরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনুমানিক ২০ লাখ ডলারের চুক্তিতে ড্রোনের কয়েকটি ইউনিট রাশিয়াকে ইতেমাধ্যে দেওয়া হয়েছে। এ চুক্তির আওতায় ইউক্রেনে ব্যবহার করার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে একটি নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন