News71.com
 International
 06 Jan 24, 08:42 PM
 181           
 0
 06 Jan 24, 08:42 PM

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত॥ নিহতের সংখ্যা ১০০ ছাড়াল

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত॥ নিহতের সংখ্যা ১০০ ছাড়াল

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে এবং নিখোঁজ প্রায় দুই শতাধিক মানুষ। সময় যত গড়াচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে জীবিতদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। শনিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। গত সোমবার নববর্ষের দিন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এ ছাড়া তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া গেছে।

 

 

বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, শনিবার দুপুর ১টা নাগাদ ওয়াজিমা সিটি ও আনামিজু শহরে আরও ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এই ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে।এদের মধ্যে ওয়াজিমা সিটিতে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। এই শহরে ৫৯ জনের মতো মানুষ মারা গেছেন। সুজু শহরে ২৩ জন মারা গেছেন। এ ছাড়া শক্তিশালী এই ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৭ জনের অবস্থা গুরুতর। বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িঘরের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। তাদের অধিকাংশ সুজু ও ওয়াজিমা শহরের বাসিন্দা। শহর দুটির কাঠের বাড়িঘরগুলো শক্তিশালী ভূমিকম্প সহনশীল করে নির্মিত নয়। অন্যদিকে কয়েক হাজার মানুষ এখানো পানি ও বিদ্যুৎ ছাড়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন