
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত যুদ্ধে রূপ নিয়েছে গত বছরের ৭ অক্টোবর। তারপর থেকে ইসরায়েলের আক্রমণে গাজায় নিহত হয়েছে অন্তত সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। ইসরায়েলি সশস্ত্রবাহিনী আইডিএফের থাবা কেবল গাজায় সীমাবদ্ধ থাকেনি।পশ্চিম তীর ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায়ও হামলা চালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ গাজার খান ইউনিস ও দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া, পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৩২৫ জনের বেশি নিহত হয়েছে। আগত হয়েছে আরও অন্তত ৬ হাজার।
এদিকে, দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি অবস্থানে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি শহর কিরয়াত শেমোনোকে লক্ষ্য করে দুই দফায় ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায়ও কেউ হতাহত হয়নি।