News71.com
 International
 05 Jan 24, 08:24 PM
 149           
 0
 05 Jan 24, 08:24 PM

লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চীন উত্তেজনা নিরসনে আলোচনা॥

লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চীন উত্তেজনা নিরসনে আলোচনা॥

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনৈতিক ও সামরিক আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদন অনুসারে, পূর্ব লাদাখের বেশ কিছু জায়গায় ভারতীয় ও চীনা বাহিনী সাড়ে তিন বছরের বেশি সময় ধরে সংঘর্ষে লিপ্ত ছিল। পরে ব্যাপক কূটনৈতিক ও সামরিক সংলাপের মাধ্যমে দুপক্ষ কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জেসওয়াল বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক সবারই জানা। আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তবে, আমরা সামরিক এবং কূটনৈতিক উভয় দিকেই সংলাপ করেছি।’

 

তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো একসঙ্গে গঠনমূলক আলোচনা করা যেন কোনো সমাধান বেরিয়ে আসে।’ গত ৯ ও ১০ অক্টোবর সামরিক আলোচনায় এ দুই পক্ষ ওয়েস্টার্ন সেক্টরের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে জিইয়ে থাকা সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য উন্মুক্ত ও গঠনমূলক আলোচনা করে। ভারত সরকার পূর্ব লাদাখকে ‘ওয়েস্টার্ন সেক্টর’ বলে চিহ্নিত করে।  জেসওয়াল বলেন, গত ৩০ নভেম্বরের কূটনৈতিক সংলাপে দুই পক্ষ গভীর ও গঠনমূলক আলোচনা করে। পূর্ব লাদাখে সামরিক সংঘাত থেকে পূর্ণবিরতির প্রস্তাবনাই ছিল এ আলোচনার মূল বিষয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন