News71.com
 International
 05 Jan 24, 06:34 PM
 146           
 0
 05 Jan 24, 06:34 PM

সোমালিয়া উপকূলে ভারতীয় নাবিকসহ মালবাহী জাহাজ ছিনতাই॥

সোমালিয়া উপকূলে ভারতীয় নাবিকসহ মালবাহী জাহাজ ছিনতাই॥

নিউজ ডেস্কঃ আরব সাগরে অশান্ত পরিস্থিতি যেন আর শান্তই হচ্ছে না। এবার সোমালিয়া উপকূলে ভারতীয় নাবিকসহ একটি মালবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার একটু পরপরই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় নৌবাহিনী অঞ্চলটিতে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম এমভি লীলা নরফোক। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে অন্তত ১৫ জন ক্রু রয়েছেন, যাঁরা ভারতের নাগরিক। জাহাজটি থেকে আসা একটি ‘ডিস্ট্রেস কলের’ ওপর ভিত্তি করে ভারতীয় নৌবাহিনী পরিস্থিতির ওপর নজর রাখা শুরু করে। এরই মধ্যে জাহাজে থাকা ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নেভি। 

 

ভারতের নৌবাহিনী আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেছে, ‘আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় ভারতীয় নৌবাহিনী। এরই মধ্যে বিষয়টি মোকাবিলার জন্য একটি মিশন পাঠানো হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাহাজটিতে থাকা ক্রুরা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন চ্যানেলে একটি ডিস্ট্রেস কল পাঠায়। সেই কলে ইঙ্গিত দেওয়া হয় যে, আনুমানিক সশস্ত্র পাঁচ-ছয় ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজটিতে নেমেছে।’ ভারতীয় নেভি আইএনএস চেন্নাই নামে একটি যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমানও ঘটনাস্থলের দিকে উড়ে গেছে তথ্য সংগ্রহের আশায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন