News71.com
 International
 05 Jan 24, 08:04 AM
 181           
 0
 05 Jan 24, 08:04 AM

ড. ইউনূসের বিরুদ্ধের রায় নিয়ে আন্তর্জাতিক সমালোচনা নজরে রেখেছে যুক্তরাষ্ট্র॥

ড. ইউনূসের বিরুদ্ধের রায় নিয়ে আন্তর্জাতিক সমালোচনা নজরে রেখেছে যুক্তরাষ্ট্র॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের রায় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই মামলার রায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব সমালোচনা হচ্ছে, তার ওপরও নজর রেখেছে দেশটি। স্থানীয় সময় গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। 

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, নতুন বছরের প্রথম দিন নোবেল বিজয়ী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পাওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাজার রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের প্রতিক্রিয়া কী? বাংলাদেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য সৃষ্ট চ্যালেঞ্জকে মার্কিন পররাষ্ট্র দপ্তর কীভাবে দেখে? বিশেষ করে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড; অসংখ্য বিরোধীদলীয় নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মীদের একই রকম পরিস্থিতির সম্মুখীন হওয়া, এমনকি কিছু ক্ষেত্রে আরও বাজে পরিস্থিতির মুখোমুখি হওয়ার মতো বিষয়কে মার্কিন পররাষ্ট্র দপ্তর কীভাবে দেখে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কারসহ অন্যান্য আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। আমরা তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই রায়ের বিপরীতে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা আমাদের নজরে এসেছে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন