News71.com
 International
 04 Jan 24, 09:12 PM
 152           
 0
 04 Jan 24, 09:12 PM

গাজায় ইসরায়িলী বাহিনীর গণহত্যা॥দক্ষিণ আফ্রিকার মামলায় শুনানির তারিখ ঘোষণা

গাজায় ইসরায়িলী বাহিনীর গণহত্যা॥দক্ষিণ আফ্রিকার মামলায় শুনানির তারিখ ঘোষণা

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গত ২৯ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় শুনানির তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক আদালতে (আইসিজে)। আগামী ১১ ও ১২ জানুয়ারি এই শুনানি অনুষ্ঠিত হবে।আইসিজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

বিবৃতিতে বলা হয়, নেদারল্যান্ডসের দ্য হেগের ‘শান্তি প্রাসাদে’ আইসিজে’র আদালতে এই অনুষ্ঠিত হবে।প্রথমে ১১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা মৌখিক যুক্তিতর্ক উপস্থাপন করবে। এতে দেশটি জেনোসাইড কনভেনশনের অধীনে ফিলিস্তিনি জনগণের অধিকার যাতে আরও লঙ্ঘন না হয় এবং তাদের অধিকারের যে গুরুতর এবং অপূরণীয় ক্ষতি হয়েছে তা রক্ষা করার এবং জেনোসাইড কনভেনশনের অধীনে গণহত্যায় জড়িত না হওয়ার এবং গণহত্যা প্রতিরোধ ও শাস্তির জন্য ইসরায়েলকে তার বাধ্যবাধকতা মেনে চলা নিশ্চিত করার বিষয়ে যুক্তি তুলে ধরবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন