News71.com
 International
 03 Jan 24, 03:12 PM
 161           
 0
 03 Jan 24, 03:12 PM

হামাসের উপপ্রধানকে হত্যা করল ইসরায়েল॥ প্রতিশোধের ঘোষণা হিজবুল্লাহর

হামাসের উপপ্রধানকে হত্যা করল ইসরায়েল॥ প্রতিশোধের ঘোষণা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্কঃ হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরিকে হত্যা করেছে ইসরায়েল। এমনটাই দাবি করেছিল দেশটি। পরে হামাসও আরৌরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরৌরি নিহত হন। আল-আরৌরির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হামাস জানিয়েছে, সালেহ আল-আরৌরি ছাড়াও আরও দুই হামাস নেতা নিহত হয়েছেন। তাঁরা দুজনই হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের কমান্ডার। তবে নিহত ওই দুই কমান্ডারের নাম প্রকাশ করেনি হামাস। এ ছাড়া ওই হামলায় সব মিলিয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। হামলার পরপরই লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছিল, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের মেকারফেহে অবস্থিত হামাসের কার্যালয়ে হামলার ফলে নিহত হন সালেহ আল-আরৌরি। গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর আল-আরৌরিই হামাসের শীর্ষ নেতা যিনি ইসরায়েলি হামলায় নিহত হলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন