News71.com
 International
 26 Dec 23, 10:54 PM
 155           
 0
 26 Dec 23, 10:54 PM

ইসরাইলে ব্যাপক অস্ত্র সরবরাহ করছে আমেরিকা

ইসরাইলে ব্যাপক অস্ত্র সরবরাহ করছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ২০ হাজার সাত শতাধিকেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই যুদ্ধে ইসরায়েলকে ২৩০টি কার্গো প্লেন ও ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে আমেরিকা। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে বিশ্ব পরাশক্তি দেশটি।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে আমেরিকা ২৩০টি কার্গো প্লেন এবং ২০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে। ইসরায়েলকে পাঠানো বিপুল পরিমাণ এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাঁজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে বলে ইয়েডিয়ট আহরনোথ সংবাদপত্র জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধের ব্যয় প্রায় ৬৫ বিলিয়ন শেকেল বা ১৭ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন