
আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি। প্রতিদ্বন্দ্বিতার মাঠে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে এবার বেশ বিপাকে পড়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তোশাখানা মামলার রায় বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টে স্থগিত করা হয়।
ফলে ইমরান খানের নির্বাচনি মনোনয়ন বাতিল করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী নাইম হায়দার পান্থুজা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি লেখেন, ‘ইমরান খানের অনুরোধ প্রত্যাখ্যান করে তোশাখানা ফৌজদারি মামলার সিদ্ধান্ত স্থগিত করা হয় যাতে করে তার অযোগ্যতা বজায় থাকে।’ এমন পরিস্থিতিতে আদালতেই এখন ঝুলছে ইমরান খানের নির্বাচনি ভাগ্য।