
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সবচেয়ে ধনী নারীর তকমা আগেই পেয়েছিলেন শিল্পপতি সাবিত্রী জিন্দাল। চলতি বছরও সেই আসন ধরে রাখলেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সাবিত্রীর সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্পত্তি বৃদ্ধির নিরিখে ৭৩ বছর বয়সী সাবিত্রী ধনকুবের মুকেশ আম্বানিকেও ছাপিয়ে গেছেন।
এক প্রতিবেদন বলছে, ২০২৩ সালে সাবিত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৯৬০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, রিলায়েন্স গোষ্ঠীর কর্তা মুকেশের সম্পত্তি বেড়েছে ৫০০ কোটি ডলার। যদিও ভারতের সবচেয়ে ধনীর তকমা রয়েছে আম্বানির কাছেই। তার মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৩০ কোটি ডলার। অন্যদিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী সাবিত্রী ভারতের পঞ্চম বিত্তশালী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার ৫৩০ কোটি ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের চৌহদ্দি ছেড়ে তাঁকে যে বেরোতে হবে, তা কখনো ভাবেননি সাবিত্রী। বরং উল্টো মত পোষণ করতেন। একবার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিখ্যাত উক্তি ছিল, ‘আমরা মেয়েরা ঘরের চৌহদ্দি সামলাব। আর পুরুষরা বাইরের জগতের সব কিছু দেখাশোনা করবে। ’ তবে এক সময় তাঁকেই ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরের জগৎ সামলাতে হয়েছিল।
সাবিত্রীর স্বামী ছিলেন ভারতের ইস্পাত সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি ওম প্রকাশ জিন্দাল। অন্যদিকে প্রাচুর্যে ভরপুর সংসারে মধ্য পঞ্চাশের সাবিত্রীর জীবন কাটছিল বেশ নিশ্চিন্তে। ৯ সন্তানকে নিয়ে বেশ নিশ্চিন্তেই সংসার সামলাতেন সাবিত্রী। কিন্তু ২০০৫ সালে আচমকা বড়সড় ঝাঁকুনিতে থমকে যায় জীবন। সে বছর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর স্বামী তথা শিল্পপতি ওম প্রকাশের। দুর্ঘটনায় ওম প্রকাশের অকস্মাৎ মৃত্যুর পর ব্যবসায়িক সাম্রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছিল সাবিত্রীকে। অথচ এমনটা যে করতে হবে, কল্পনাও করেননি তিনি।
৭৪ বছরের ওম প্রকাশ ছিলেন ভারতের ও পি জিন্দাল গোষ্ঠীর কর্ণধার। ইস্পাত এবং বিদ্যুৎক্ষেত্রে গোষ্ঠীটির রমরমা ব্যবসা ছিল।