News71.com
 International
 20 Dec 23, 09:01 PM
 152           
 0
 20 Dec 23, 09:01 PM

গরুর ঘণ্টা নিয়ে গন্ডগোলে গণভোটে যাচ্ছে সুইজারল্যান্ড

গরুর ঘণ্টা নিয়ে গন্ডগোলে গণভোটে যাচ্ছে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য সুইজারল্যান্ডের আরওয়ানগেন গ্রামের একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে এক দম্পতি। পাশেই সবুজ চারণভূমি। সারা রাত ছাড়া থাকে গরু। আর থেমেই থেমেই টুংটাং শব্দ। নিস্তব্ধ নিশুতির নীরবতা ভেঙে ছোট ছোট আওয়াজ একেবারে যেন কানে এসে লাগে! উড়ে যায় শান্তির ঘুম! আর এই নিয়েই বাঁধে ‘গোল’-গড়ায় ‘গন্ডগোলে’। ১৫টি গরুর পাল রাতভর চরতে থাকে। গরুর ঘণ্টা যেন রাতে না বাজে সেজন্য কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে বলেছিল তারা। কিন্তু এই দম্পতির করা অভিযোগে চরম প্রতিক্রিয়া জানিয়েছেন আরওয়ানগেন গ্রামের বাসিন্দারা।

ঘণ্টার ঐতিহ্যগত ব্যবহার রক্ষায় উঠেপড়ে লেগেছে তারা। গরুর ঘণ্টা নিয়ে শুরু হওয়া এই ‘গন্ডগোলে’ রীতিমতো গণভোটে যাচ্ছে সুইজারল্যান্ড। স্থানীয়ভাবে এই গণভোটের আয়োজন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বের) সন্ধ্যায় একটি মিউনিসিপ্যাল অ্যাসেম্বলিতে এই উদ্যোগটি আনুষ্ঠানিক ভাবে উপস্থাপন করা হয়েছে। আর এ বিষয়ে ভোটগ্রহণ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। গণভোট উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন আরওয়ানগেন গ্রামের পেশায় একজন নিউরোলজিস্ট আন্দ্রেয়াস বাউম্যান। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় সভায় উপস্থিত ১৬৬ জনের মধ্যে মাত্র চারজন ভোটের ব্যাপারে বিরোধিতা করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন