News71.com
 International
 17 Dec 23, 10:21 PM
 172           
 0
 17 Dec 23, 10:21 PM

গাজায় টেকসই যুদ্ধবিরতি চায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স

গাজায় টেকসই যুদ্ধবিরতি চায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল-হামাসের চলমান সংঘাতের অবসানে ‘অবিলম্বে টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে ফ্রান্স বলেছে, গাজার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেছেন, এ যুদ্ধে অনেক বেসামরিকের প্রাণহানি ঘটছে। ফ্রান্সের পাশাপাশি জার্মানি এবং যুক্তরাজ্যও গাজায় টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

 

যদিও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হবে ভুল সিদ্ধান্ত। সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতি দেওয়া হলে তা হামাসের জন্য উপহার হিসেবে আবির্ভূত হবে বলেও মন্তব্য করেছেন।

এর আগে, যুক্তরাজ্য ও জার্মানিও গাজায় ‘টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে। উভয় দেশ বলেছে, এ  যুদ্ধবিরতি অবিলম্বে হওয়া উচিত। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করতে রোববার তেল আবিব সফরে গেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কলোনা। তার সফর শুরুর আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি গাজায় যুদ্ধবিরতির পদক্ষেপ গ্রহণের জন্য ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাবেন। আর এ যুদ্ধবিরতির পদক্ষেপ ‘সকল জিম্মিকে মুক্তি এবং গাজায় সহায়তা’ প্রদানের লক্ষ্যে টেকসই করার দিকে সবার মনোযোগ দেওয়া উচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন