News71.com
 International
 16 Dec 23, 10:18 AM
 145           
 0
 16 Dec 23, 10:18 AM

আবুধাবির শহরজুড়ে ‘ফ্রি পাবলিক ওয়াইফাই’ সেবা চালু

আবুধাবির শহরজুড়ে ‘ফ্রি পাবলিক ওয়াইফাই’ সেবা চালু

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরজুড়ে স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। শহরের পৌরসভা ও পরিবহন বিভাগ (ডিএমটি) বাস, সমুদ্র সৈকত এবং পাবলিক পার্কসহ আমিরাত শহর জুড়ে বিনামূল্যে এই ওয়াই-ফাই সেবা চালু করেছে।  

 

সংযুক্ত আরব আমিরাতের পরিষেবা সরবরাহকারীদের সহযোগিতায় পৌরসভা ও পরিবহন বিভাগের এই উদ্যোগ পাবলিক পার্কগুলিতে (আবু ধাবিতে ১৯টি, আল আইনে এবং আল ধাফরা অঞ্চলে ১৪টি) সেবা দেবে। খুব শিগগিরই আবুধাবি কর্নিশ সৈকত এবং আল বাতিন সৈকতেও বিনামূল্যে ওয়াইফাই সেবা পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন