
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী নির্বাচনের জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। এ ছাড়া রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার বাবা আসিফ আলী জারদারিকে মনোনয়ন দেবে পিপিপি। বৃহস্পতিবার পিপিপির তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দলের ইচ্ছা ২০০৮ সালের পুনরাবৃত্তি করার ও আসিফ জারদারিকে রাষ্ট্রপতি বানানো। ২০০৮ সালের নির্বাচনেও পাকিস্তানের রাষ্ট্রপতি হয়েছিলেন জারদারি। ২০১৩ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। অপরদিকে, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিলাওয়াল। উল্লেখ্য, পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৮ ফেব্রুয়ারি।