News71.com
 International
 14 Dec 23, 06:39 PM
 144           
 0
 14 Dec 23, 06:39 PM

আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে নাঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী

আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে নাঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কোনও কিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না বলে জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, আপাতত গাজা অভিযান বন্ধ হচ্ছে না। যুদ্ধবিরতির প্রশ্নই নেই। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সভা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে। কিন্তু ইসরায়েল তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। হামাসকে খতম না করে এ লড়াই থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু।

 

এদিকে বৃহস্পতিবার ইসরায়েল যাচ্ছেন আমেরিকা এবং জার্মান প্রতিনিধি। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার জেরুজালেম পৌঁছাবেন। অন্যদিকে বাভারিয়ার প্রধান মারকুস সোদার ইসরায়েলে ইতোমধ্যে পৌঁছে গেছেন। সোদার বিমানে ওঠার আগে জানিয়েছেন, তিনি ইসরায়েলকে সমর্থন করেন। কারণ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। ৭ অক্টোবর যা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন