News71.com
 International
 14 Dec 23, 06:38 PM
 191           
 0
 14 Dec 23, 06:38 PM

ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা

ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। তিনি বলেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না। আদিলিয়া কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের কাছে আলিমা খান আরও বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না।

 

তিনি বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে তা গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্যকোনো দেশে বিচার হচ্ছে। উল্লেখ্য, আদিলিয়া কারাগারেই বন্দি রয়েছেন ইমরান খান। কয়েকদিন আগে সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছে বিশেষ আদালত। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন