News71.com
 International
 14 Dec 23, 12:45 PM
 127           
 0
 14 Dec 23, 12:45 PM

মার্কিন মেগাস্টার টম ক্রুজ মজেছেন রাশিয়ান মেয়ের প্রেমে

মার্কিন মেগাস্টার টম ক্রুজ মজেছেন রাশিয়ান মেয়ের প্রেমে

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দেশটির ওপর শত শত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মুখ দেখা মার্কিন মুলুকে একরকম অন্যায়। আর সেখানে কিনা মার্কিন মেগাস্টার টম ক্রুজ এবার মজেছেন এক রাশিয়ান এমপির মেয়ের প্রেমে। ৬১ বছর বয়সী টমকে সম্প্রতি দেখা গিয়েছে ৩৬ বছর বয়সী এলিনা খাইরোভার সাথে।

 

তিনি রাশিয়ার এমপি ও এক ধনকুবেরের সাবেক স্ত্রী। লন্ডনের একটি পার্টিতে তাদের দেখা যায়। ২০০৪ সালে টম বলেছিলেন, ‌‘আমি সেই পুরুষ যে সম্পর্কে থাকতে ভালোবাসে। আমি নারীদের ভালোবাসি।’ এলিনা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে কাজ করে। মিশন ইমপসিবল তারকারও এর আগে বিচ্ছেদ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টম-এলিনাকে অনেকটা প্রেমিকার মতো আচরণ করতে দেখা গেছে। ওই পার্টিতে অবশ্য টম ছবি তুলতে রাজি হননি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন