
আন্তর্জাতিক ডেস্কঃ এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া বার্তা নিয়ে ইসরায়েল সফরে যাচ্ছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সম্প্রতি ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে কঠোর মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, নির্বিচারে বোমা হামলার কারণে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধান না মানার কথা উল্লেখ করেন জো বাইডেন।
এরপরই ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন প্রশাসনের এই দুই শীর্ষ কর্মকর্তা। জানা গেছে, জ্যাক সুলিভান তার দুই দিনের সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ছাড়বেন জ্যাক।