News71.com
 International
 14 Dec 23, 12:38 PM
 131           
 0
 14 Dec 23, 12:38 PM

ভারতের সংসদের ভেতর ‘স্মোক বোমা’ হামলা

ভারতের সংসদের ভেতর ‘স্মোক বোমা’ হামলা

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিরে এলো ভারতের সংসদে হামলার সেই ভয়াবহ স্মৃতি। প্রায় দুই যুগ আগে ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদে জঙ্গি হামলায় আট নিরাপত্তা রক্ষীসহ মৃত্যু হয়েছিল নয়জনের। ২২ বছর পর বুধবার দুপুরে সেই আতঙ্ক ছড়ালো সংসদের অন্দরে। অধিবেশন চলাকালীন সংসদের ভেতর ‘স্মোক বোমা’ হামলা হয় বলে অভিযোগ।

 

প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় সংসদ সদস্যদের মধ্যে। সেই সঙ্গে সংসদে নিরাপত্তার ফাঁক-ফাঁকরও সামনে এলো আরেকবার। এদিন দুপুর ১ টা ২ মিনিটে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের জিরো আওয়ারে বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ঠিক সে সময় আচমকাই ঘটে এই উদ্ভট ঘটনা। অধিবেশন চলাকালীন ভিজিটরস গ্যালারি থেকে লাফিয়ে পড়েন সংসদের ওয়েলে। এরপরই হাতে থাকা ক্যান ছুড়ে মারেন তারা। মুহূর্তেই সেই ক্যান থেকেই নির্গত হলুদ ধোঁয়ায় ছেয়ে যায় অধিবেশন কক্ষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাংসদদের মধ্যে।

 

অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসতে থাকেন সংসদ সদস্যরা। খবর পেয়ে সেখানে ছুটে আসে নিরাপত্তারক্ষীরা। সংসদ ভবনের ভেতরের এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সংসদে আতঙ্ক ও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাগর শর্মা ও ডি মনোরঞ্জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন