News71.com
 International
 13 Dec 23, 07:39 PM
 213           
 0
 13 Dec 23, 07:39 PM

ভারতের প্রজাতন্ত্র দিবসে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট

ভারতের প্রজাতন্ত্র দিবসে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটিতে সফরে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ওই সময় আয়োজিত হতে যাওয়া কোয়াড সম্মেলনও আপাতত স্থগিত রাখা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবহিত ভারতের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

এর আগে জানুয়ারির শেষে প্রজাতন্ত্র দিবস উদযাপনে মার্কিন প্রেসিডেন্টকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি গত সেপ্টেম্বর মাসে জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

 

দ্য ইকোনমিক টাইমস বলছে, পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের কারণেই ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ও জানুয়ারিতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বাইডেনের পক্ষে। তাছাড়া অস্ট্রেলিয়ার জাতীয় দিবস থাকায়, ওই সময় ভারতে এসে কোয়াড সম্মেলনে যোগ দেওয়া অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের পক্ষেও কঠিন ছিল। গত মে মাসে জাপানে জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীনই কোয়াড নেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন