News71.com
 International
 12 Dec 23, 06:58 PM
 220           
 0
 12 Dec 23, 06:58 PM

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় নিহত ২৩ জন

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় নিহত ২৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। 

খবরে বলা হয়, ভোরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি বর্ষণ করে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা। তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি বলেছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন