News71.com
 International
 12 Dec 23, 12:30 PM
 197           
 0
 12 Dec 23, 12:30 PM

তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা

তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের তেল আবিবে আঘাত হানল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের ঘনিষ্ঠ সূত্রের বরাত আল-মায়াদিন টিভি চ্যানেল সোমবার এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নিক্ষেপ করা অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ তেল আবিবে আঘাত হেনেছে। তেল আবিবের হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হোলোন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন আহত হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরেছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তেল আবিবের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে। সোমবার গাজা থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন