News71.com
 International
 11 Dec 23, 05:31 PM
 168           
 0
 11 Dec 23, 05:31 PM

সৌদি আরবের মক্কায় ভারি বৃষ্টিতে সড়ক প্লাবিত

সৌদি আরবের মক্কায় ভারি বৃষ্টিতে সড়ক প্লাবিত

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের মক্কায় ভারি বৃষ্টিতে যানবাহনসহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এসব গাড়ির অধিকাংশই পার্কিং করে রাখা ছিল সড়কের পাশে। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে পবিত্র নগরী মক্কাসহ দেশটির বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে।

 

ভয়াবহ এ ঝড়-বৃষ্টি ও প্রবল ঝড়ো বাতাসের মধ্যেও মক্কায় পবিত্র কাবার আশপাশে মুসল্লিদের ধর্মীয় নিয়ম মেনে ইবাদত পালন করতে দেখা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন