News71.com
 International
 11 Dec 23, 11:31 AM
 123           
 0
 11 Dec 23, 11:31 AM

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১৮ হাজার

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১৮ হাজার

 
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ হাজার। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১৭ হাজার ৯৯৭ জনে। রোববার সন্ধ্যায় হতাহতের এই সংখ্যা জানা আশরাফ আল-কুদরা। এ সময় তিনি জানান, বিগত ৬৩ দিন ধরে চলা ইসরাইলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৪৯ হাজার ২২৯ জন। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি দ্রুত হামাসকে আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন