News71.com
 International
 08 Dec 23, 10:19 AM
 146           
 0
 08 Dec 23, 10:19 AM

ভারতের মিজোরামের সর্বকনিষ্ঠ বিধায়ক বেরিল ভ্যানেহসাঙ্গি

ভারতের মিজোরামের সর্বকনিষ্ঠ বিধায়ক বেরিল ভ্যানেহসাঙ্গি

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মিজোরাম প্রদেশের বিধানসভার নির্বাচনে জয়ী হয়ে সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন এক তরুণী। ৩২ বয়সি ওই নারীর নাম বেরিল ভ্যানেহসাঙ্গি। তিনি জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) দলের সদস্য। মিজোরাম বিধানসভায় এবার যে ৩ জন নারী নির্বাচিত হয়েছেন তাদের একজন হলেন বেরিল। তিনি একজন রেডিও জকি ও সাবেক টিভি উপস্থাপক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। 

 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, জেডপিএম দলের নারী সদস্য বেরিল ভ্যানেহসাঙ্গি আইজল মিজোরামের দক্ষিণ-৩ আসন থেকে ১ হাজার ৪১৪ ভোটে জয় লাভ করেছেন। জেডপিএম মিজোরামের নতুন রাজনৈতিক দল। ক্ষমতাসীন বর্তমান মিজো ন্যাশনাল ফ্রন্টকে (এমএনএফ) হারিয়ে ৪০টির মধ্যে ২৭টি আসন পেয়ে জয় লাভে করে তারা। বেরিল শিলংয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি থেকে আর্টসে মাস্টার্স করেছেন। তিনি এর আগে আইজল মিউনিসিপ্যাল করপোরেশনের করপোরেটর ছিলেন।

 

 

প্রসঙ্গত মিজোরামের ৪০ সদস্যের বিধানসভায় ২৭টি আসন পেয়ে সাবেক এমপি লালদুহমার দল জোরাম পিপলস মুভমেন্ট (জেপিএম) প্রথমবারের জন্য সরকার গঠন করতে চলেছে। তারা হারিয়েছে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্টকে। এদিকে কংগ্রেস ২০১৮ সালের চেয়ে ৩টি আসন কম পেয়েছে। ভারতের বিরোধী জোটের নেতৃত্বে থাকা দলটি পেয়েছে মাত্র একটি আসন। কংগ্রেস ২০১৮ সালে পেয়েছিল ৪টি আসন। অন্যদিকে এ রাজ্যে বিজেপির আসন এক থেকে বেড়ে হয়েছে দুটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন